ফাইভ–জির জন্য এক হাজার জিবিপিএস নেটওয়ার্ক গড়ে উঠছে: বিটিসিএল || JAMAN ICT
এ বছরের মধ্যেই ফাইভ-জি চালুর কথা জানিয়েছে সরকার। ফাইভ-জি কার্যকর করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এক হাজার জিবিপিএস সক্ষমতার উচ্চগতির অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক গড়ে তুলবে।
গতকাল বৃহস্পতিবার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন টিআরএনবির সদস্যদের সঙ্গে একটি যৌথ কর্মশালায় এসব কথা জানিয়েছেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল মতিন।
বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এক হাজার জিবিপিএস সক্ষমতার নেটওয়ার্ক গড়ে তুলতে তাঁরা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। এ ছাড়া প্রতিটি জেলা ৩০০ জিবিপিএস ও উপজেলা ১০০ জিবিপিএস সক্ষমতার অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কে সংযুক্ত হবে বলে জানান। তিনি আরও বলেন, ফাইভ-জি প্রযুক্তির সত্যিকারের সেবা নির্ভর করবে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের সক্ষমতার ওপর। বিটিসিএল এমন একটি শক্তিশালী অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গড়ে তুলতে যাচ্ছে, যা চতুর্থ শিল্পবিপ্লবের যুগে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে রাখবে।
বিটিসিএল জানিয়েছে, সারা দেশে ইন্টারনেট ব্যান্ডউইডথ বিতরণে ১২টি ইন্টারনেট এক্সচেঞ্জ (নিক্স) স্থাপন করা হবে। ফাইভ–জি প্রযুক্তির জন্য নেটওয়ার্ক উন্নয়নে জন্য সারা দেশকে ৮টি অঞ্চলে ভাগ করে ১ হাজার জিবিপিএস, ৮০০ জিবিপিএস ও ৬০০ জিবিপিএস নেটওয়ার্ক স্থাপন করা হবে। অঞ্চলগুলো হচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, খুলনা ও বরিশাল।
কর্মশালায় বিটিসিএলের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মীর মোহাম্মদ মোরশেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিটিসিএলের উপব্যবস্থাপনা পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ কে এম হাবিবুর রহমান, এমওটিএন প্রকল্পের প্রকল্প পরিচালক আসাদুজ্জামান চৌধুরী, টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক সমীর কুমার দে।
No comments